বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৩ জানুয়ারী ২০২৫ ১৩ : ৫৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার ভোররাত থেকে বিবেকানন্দ ব্রিজ বা বালি ব্রিজ সংস্কারের কাজ শুরু হয়েছে। নিয়মমতো দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়া সমস্ত যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। নিবেদিতা সেতু দিয়ে চলাচল করছে। এর ফলে কিছুটা সমস্যায় পড়েছেন যাত্রীরা। ব্রিজ থেকে নামার রাস্তা না পেয়ে, দীর্ঘ পথ হেঁটে বাস ধরতে হচ্ছে তাঁদের। যদিও কাজের জন্য যে যানবাহন ঘুরপথে যাবে তা আগেই জানানো হয়েছিল।
১৯৩১ সালে তৈরি হয় বালি ব্রিজ। গঙ্গার ওপর নির্মিত এই ইস্পাতের সেতুর মাঝে রেল লাইন ও দু’পাশ দিয়ে সড়ক। সেতুর বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে ব্রিজের গার্ডার বদল-সহ একাধিক কাজ শুরু হয়েছে। সেই মতো টানা ১০০ ঘণ্টা ধরে চলবে এই কাজ। কিন্তু এর ফলে সকাল থেকে চরম হয়রানি শুরু হয়েছে বলে অভিযোগ যাত্রীদের। বাধ্য হয়ে পুলিশকে রেলিং ভেঙে নতুন রাস্তা তৈরিতে হাত লাগাতে হয়েছে।
যাত্রীদের একাংশের কথায়, রেলসেতুর মেরামতির কাজের জন্য কাজে বেরিয়ে সকাল থেকেই ভোগান্তি হচ্ছে। আগে থেকে বিকল্প রাস্তা করা দরকার ছিল। সেতু থেকে দূরে রাজচন্দ্রপুর থেকে প্রায় ২-৩ কিমি হাঁটতে হচ্ছে। বাধ্য হয়েই অনেকে রাস্তার রেলিং টপকে শর্টকাট পথে যেতে চাইছেন। আলমপুরে কর্মসূত্রে যান বেলুড়ের বাসিন্দা অলোক দেব। তিনি বলেন, দক্ষিণেশ্বরের দিক থেকে সমস্ত বাস বন্ধ। নিবেদিতা সেতু হয়ে যেতে গিয়ে বালির দিক দিয়ে বাস ধরতেই পারা যাচ্ছে না। অনেকটা ঘুরপথে রাজচন্দ্রপুর পর্যন্ত যেতে হচ্ছে।
পুলিশের একটি সূত্র জানাচ্ছে, এতদিনের রেলব্রিজ। এটাকে তো রক্ষণাবেক্ষণ করতে হবে। সেই কাজ শুরু হয়েছে। বিকল্প একটি রাস্তা করার কাজ শুরু হয়েছে। দ্রুত সমস্যা মিটে যাবে বলে ওই সূত্রটি জানায়।
রেল সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত সূচি মেনে কাজ শুরু হয়েছে বালি ব্রিজে। বিশালাকার ক্রেন দিয়ে সমস্ত কাজ চলছে। দক্ষিণেশ্বর থেকে বালির দিকে এলাকায় রয়েছেন রেলের পদস্থ ইঞ্জিনিয়াররা। জানা যাচ্ছে, রেলের উচ্চপদস্থ আধিকারিকরা আসবেন কাজ খতিয়ে দেখতে।
#hooghly#ballybridge
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘন্টার মধ্যেই কাজ, জলদাপাড়ার জঙ্গলে পর্যটকদের প্রবেশ মূল্য মকুব ...
হিন্দমোটরে রক্তদান শিবির, সহায়তায় টেকনো গ্লোবাল হাসপাতাল...
কালিয়াচকে কেলেঙ্কারি, অভিযানের শুরুতেই পুলিশকে লক্ষ্য করে গুলি মারার অভিযোগ! গ্রেপ্তার ২ ...
কুমড়োর ওজন ২০ কেজি, হাতখানেক লম্বা লাউ, দেড় কেজির বেগুন, মেলায় পুরস্কার দেওয়া হয় সেরা ফসলকে...
শ্যাওড়াফুলি জিআরপির বড় সাফল্য, স্টেশন চত্বর চুরি যাওয়া ফোন ফিরে পেলেন মালিকরা...
রুপোর পর ব্রোঞ্জ, উপহার হিসেবে কাজল শেখ পেলেন বিশ কেজির সিংহ মুকুট ...
জঙ্গলে ঢুকতে পর্যটকদের থেকে নেওয়া যাবে না বাড়তি ‘ফি’, অভিযোগ পেয়েই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ পোস্টারের ভাষা ন...
সাধারণের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করতে গ্রামে গ্রামে 'ড্রপবক্স', অভিনব উদ্যোগ পোলবা থানার...
ভাড়া নিয়ে গন্ডগোল, মালদায় খুন টোটোচালক
'যেখানে সম্মান নেই, সেখানে থেকে কী লাভ?' বিজেপি ছাড়ার জল্পনা সত্যি করে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর...
আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান ...
ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...
কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায় ...
পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...
সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...